এখানে
বসে থাকায় আবেশিত স্পন্দন
ঘুমঘুম
চোখে লাগে হ্যালুসিনেশন,
আবছায়া,
অস্পষ্টতা
ঘষা
কাঁচের ওপাড়ের দৃষ্টি
কুহেলিকা
তৈরী হয় মায়াময় সত্ত্বায়।
যদি
আবারও ফিরতে হয় বাস্তবে,
কালকের
কথায় কাজ কি?
তাই
সম্পৃক্ত হৃদয়ে করো মাদকসেবন।
ওদিকের
কথাগুলো থাক না-জানা,
অবাস্তবের
মশালে পৃথিবী পুড়ে খাঁক।